বর্ণাঢ্য আয়োজনে বকশীগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত
এমদাদুল হক লালন, বকশীগঞ্জ (জামালপুর)
০৫ ফেব্রুয়ারি ২০২২, ১৬:২৩
আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগিদের মাঝে পুরষ্কার বিতরণের একটি মুহূর্ত। ছবি : অধিকার
আলোচনা সভা ছাড়াও পুরষ্কার ও সনদ বিতরণের মধ্যদিয়ে বর্ণাঢ্য আয়োজনে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় জাতীয় গ্রন্থাগার দিসব পালিত হয়েছে।
এরই ধারাবাহিকতায় শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার গণগ্রন্থাগারে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন জাহান লিজার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার। এ ছাড়া সভায় বিশেষ অতিথি হিসাবে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আফসার আলী ও সাংবাদিক এমদাদুল হক লালন প্রমুখ।
আরও পড়ুন : জয়পুরহাটে ধর্ষণের দায়ে বৃদ্ধ গ্রেফতার
সভায় স্বাগত বক্তব্যকালে উপজেলা সহকারী লাইব্রেরিয়ান মাহমুদা আক্তার উন্নত জাতি গঠনে গ্রন্থাগারের ভূমিকা নিয়ে আলোকপাত করেন। এ ছাড়া করোনাকালীন গ্রন্থাগারের নির্দেশনা নিয়েও আলোচনা করেন তিনি।
এ দিন সভা শেষে বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধা কর্নারের উদ্বোধন অনুষ্ঠিত হয়। একই সাথে রচনা প্রতিযোগিদের মাঝে পুরষ্কার ও সনদ বিতরণ করা হয়।